প্রকাশিত: Tue, May 23, 2023 2:42 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:08 AM

অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে আওয়ামী লীগের এমপি মোস্তাফিজ, ভিডিও ভাইরাল

শেখ দিদার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে  সোমবার আয়োজিত বাঁশখালীতে অনুষ্ঠিত মিছিলের সামনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে রিভলবার হাতে দেখা যায়। এই ভিডিও সেই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। মিছিলে বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। ওইসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। উনাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে তোমাদের আমরা বের হতে দেব না। 

তবে  ভাইরাল এই ভিডিও সম্পর্কে তার বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে মিছিলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান মুজিবুল হক বলেন, অস্ত্র হাতে কেন মিছিল করেছেন, সেটা উনাকে জিজ্ঞেস করেন।

ইতোপূর্বে নিজের গাড়িতে বসে এমপি মোস্তাফিজুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার একটি ভিডিও ফেসবুক-ইউটিউবে ভাইরাল হয়েছিল। সেই সাথে স্থানীয় একজন মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় তার নাম জড়িয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব